করাচিতে বিস্ফোরণে নিহত ১৬

0
172

খবর৭১ঃ পাকিস্তানের করাচিতে একটি ব্যাংক ভবনে বিস্ফোরণে অন্তত ১৬ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। ভবনটির নিচে থাকা ময়লার ড্রেনের গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের৷

পাকিস্তানের শীর্ষ দৈনিক জং পত্রিকার অনলাইন সংস্করণে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ‍মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার বিকালে করাচি শহরের শিল্পাঞ্চলে হাবিব ব্যাংকের একটি শাখায় দুর্ঘটনাটি ঘটে৷

পুলিশ কর্মকর্তা সরফরাজ নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিস্ফোরক দল বিস্ফোরণের কারণ নিরূপণের চেষ্টা করছে৷ তবে ভবনটি একটি ড্রেনের উপর নির্মিত৷ সেখানকার গ্যাসের কারণ এটি হতে পারে৷’

বিস্ফোরণে ভবনের সঙ্গে লাগোয়া একটি পেট্রোল স্টেশন ও পার্ক করা অবস্থায় থাকা কয়েকটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভবনের মেঝে ও একতলার দেয়াল ধসে পড়েছে৷ এই ঘটনায় প্রকৃতপক্ষে কতজন হতাহত হয়েছেন তা পরিষ্কার নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন শারজিল খাড়াল নামে আরেকজন পুলিশ কর্মকর্তা৷

পাকিস্তানে নদর্মা ভরাট করে এমন অনেক ভবন বা স্থাপনা গড়ে উঠেছে৷ এসব ক্ষেত্রে আইনের তোয়াক্কাও করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে৷ গত মাসে দেশটির করাচিতে অবৈধভাবে গড়ে ওঠা একটি বহুতল ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here