দৈনিক শনাক্তের হার নামল এক শতাংশের নিচে

0
229

খবর৭১ঃ দেশে এই প্রথম করোনাভাইরাসের দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার এক শতাংশের নিচে নেমে এসেছে। গত এক দিনে শনাক্তের হার ০.৮৭ শতাংশ। এর গত ২১ সেপ্টেম্বর ছয় মাসের মধ্যে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে (৪ দশমিক ৬৯) নামে। এরপর থেকে শনাক্তের হার কমতির দিকেই ছিল।

এদিকে গত এক দিনে করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের একজন ঢাকা বিভাগের, দুইজন খুলনা ও একজন বরিশাল বিভাগের।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.০৫ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের তিনজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৭ জন।

করোনায় মোট মৃত নারী নারীর সংখ্যা ১০ হাজার ১০৫ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৪২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here