করোনায় চার বিভাগে চারজনের মৃত্যু, শনাক্ত ২৯৭

0
183

খবর৭১ঃ দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের ১ জন ঢাকা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগ, ১ জন খুলনা বিভাগের ও ১ জন রংপুর বিভাগের।

এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৯৭ জন। আর সুস্থ হয়েছেন ২৬৯ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.১২ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের ৩ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৩৮ জন।

করোনায় মোট মৃত নারী নারীর সংখ্যা ১০ হাজার ১০৩ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৩৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here