প্রতি বছরই করোনার টিকা নিতে হবে’

0
304

খবর৭১ঃ করোনার সংক্রমণ রোধে প্রতি বছরই করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের প্রধান ড. আলবার্ট বুর্লা। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন যে ‘খুবই উঁচু মাত্রার সুরক্ষা’ নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেওয়ার প্রয়োজন হবে। মানুষের আগামী বহু বছর ধরেই প্রতি বছর টিকা নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত হওয়ার আগে।

সাক্ষাৎকারে ড. বুর্লা বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট, এবং ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ তারা ইতোমধ্যেই নিয়েছেন। তবে ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোনো পরিবর্তন ঘটাতে হয়নি বলে দাবি করেছেন তিনি।

সদ্য শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্টের ব্যাপারে তিনি বলেন, তারা এখন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ করছেন। আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here