দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কৌশলে মৃত্যুর দিকে ধাবিত করছে সরকার —-মিজানুর রহমান চৌধুরী

0
337

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে বলেছেন, দেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কৌশলে মৃত্যুর দিকে ধাবিত করছে সরকার। বিভিন্ন অজুহাতে মৌলিক অধিকার চিকিৎসা সেবা থেকে তাকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার পায়তারা চলছে। মিথ্যে আইনী জটিলতার কথা বলে বেগম জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে যেতে বাধা প্রদান করছে সরকার। এমন হীন মানষিকতা থেকে সরে এসে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি প্রদান সহ উন্নত চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি সরকারের প্রতি ইঙ্গিত করে আরো বলেন, সরকারের অরাজকতা ও দমন-পীড়নের সীমা চরমভাবে ছাড়িয়ে গেছে। নির্যাতিত মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। যেকোন মুহুর্তে সরকার পতনে জন বিস্ফোরন ঘটাতে পারে। জনরোষ ঠেকাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করুন। অন্যতায় এর জন্য সরকারকে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি উন্নত চিকিৎসার কারনে বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। সোমবার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে ছাতকের গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অপরুক আহমদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি প্রমুখ। এসময় , ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা, ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাদা পুরের মুখে এসে শেষ হয়। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here