পাকিস্তান টেস্ট দলের ক্রিকেটাররা এখন ঢাকায়

0
220

খবর৭১ঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজে অংশ নিতে রোববার বিকাল সাড়ে ৫টায় ১৪ সদস্যের পাকিস্তান দল ঢাকায় এসে পৌঁছায়।

টেস্ট সিরিজে অংশ নিতে রোববায় ঢাকায় এলেন— আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ।

আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

পাকিস্তানের ২০ সদস্যের টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান, শাকিল, রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here