সুন্দরগঞ্জে জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার

0
261

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক আইনের একটি মামলায় জামায়াতের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামী ৩ জামায়াত কর্মীকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কমলমোহন চাকী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ ৩ জামায়াত কর্মীকে
একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আলম মিয়া ওরফে আলা (৩৮), কেরামত আলীর ছেলে আব্দুল খালেক মন্ডল (৬৫) ও রামভদ্র গ্রামের কছর উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম ওরফে চাঁদ মিয়া (৫০)। এসআই কমলমোহন চাকী জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলা রয়েছে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা জাময়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম মঞ্জু গ্রেপ্তারকৃতদেরকে চেনেন না বলে জানালেও সর্বানন্দ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা তার নির্বাচনী কর্মী ও তারা জামায়াতের কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here