২৪ ঘণ্টার মধ্যে ডিজেলের দাম না কমালে পণ্য পরিবহন বন্ধ

0
375

খবর৭১ঃ

২৪ ঘণ্টার মধ্যে ডিজেলের দাম না কমালে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। দাবি আদায় না হলে শুক্রবার সকাল ছয়টা থেকে পণ্য পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিজেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তিনি বলেন, ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

গতকাল ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, যা বুধবার রাত থেকে কার্যকর হয়।

২০১৬ সালের ২৪ এপ্রিল গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে জ্বালানি তেলের দাম সবশেষ কমানো হয়েছিল। সেই সময় ডিজেলের দাম ৬৫ টাকা, কেরোসিনের দাম ৬৫ টাকা, অকটেনের দাম ৮৯ টাকা ও পেট্রোলের দাম ৮৬ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here