সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাষ্টমী দিনে গত বুধবার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে উপজেলা কেন্দ্রীয় পূজামন্ডপের প্রধান ফটকে এসে পৌঁছেন। এ সময় উপজেলা কেন্দ্রীয় দূর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু তাকে অভ্যর্থনা জানান।
এ সময় সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, উপজেলা কেন্দ্রীয় দূর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ক্ষিতীশ চন্দ্র রায়, বিশিষ্ট শিল্পপিত গোকুল কুমার পোদ্দারসহ পূজা উদ্যাপন কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি পূজামন্ডপের সভাপতি, সেক্রেটারি ও মন্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় পূজামন্ডপ ছাড়াও নীলফামারী পুলিশ সুপার শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করতে সৈয়দপুর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার পূজামন্ডপগুলো সরেজমিন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করছেন।