ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগীর গাড়ি লক্ষ্য করে গুলি

0
250

খবর৭১ঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান সহযোগীর গাড়ি লক্ষ্য করে বুধবার গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। দেশটির একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গুপ্তহত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। সূত্র: আল জাজিরা।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় দশ রাউন্ডেরও বেশি গুলি গাড়িতে আঘাত করে। রাজধানী কিয়েভ থেকে ৫ কিলোমিটার দূরে লেসনিকি গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা হয়েছে।

দেশটির ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির একজন সিনিয়র আইনপ্রণেতা বলেছেন, ‘হামলার শিকার হওয়া প্রেসিডেন্টের সহযোগী সেরহি শেফির (৫৭) আহত হননি। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন।’

প্রেসিডেন্ট জেলেনস্কি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।

জেলেনস্কি ক্ষমতায় এসে ওলিগার্কি (ছোট গোষ্ঠীর দ্বারা দেশের শাসন) ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন। চলতি সপ্তাহে ইউক্রেনের সংসদে একটি প্রেসিডেন্সিয়াল ল এর উপর বিতর্ক হওয়ার কথা রয়েছে। এই আইনে ওলিগার্কের ক্ষমতা হ্রাসের কথা বলা হয়েছে।

জেলেনস্কি বলেছেন, ‘আমার বন্ধুকে গুলি করে আমাকে বার্তা দেয়া হচ্ছে দুর্বলতা। এটি আমার দলের শক্তির উপর প্রভাব ফেলবে না। আমরা আমাদের অর্থনীতি পরিচ্ছন্ন করার ও অপরাধ দমনের যে উদ্যোগ নিয়েছি তা থেকে আমরা পিছপা হব না।’

জেলেনস্কির রাজনৈতিক দলের প্রধান ওলেকসান্দ্র কোরনিয়েনকো বলেছেন, এই হামলায় রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। তিনি বলেন, ‘হামলায় রাশিয়ার জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না। বিভিন্ন দেশে তাদের সন্ত্রাসী হামলা সংঘটিত করার সামর্থ্য সম্পর্কে জানি।’

কিন্তু হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here