অবশেষে টিকা রপ্তানির ঘোষণা ভারতের

0
345

খবর৭১ঃ ফের করোনার টিকা রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারত। আগামী মাসেই শুরু হবে টিকা রপ্তানি।

সোমবার দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র হয়ে উঠলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারতে।

বাংলাদেশের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ রপ্তানি নিয়ে চুক্তি হয়েছিল। কিছু টিকা সরবরাহের পর তা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে।

মন্ত্রী জানান, অক্টোবরের মধ্যে ৩০ কোটির বেশি টিকা ভারত উৎপাদন করবে। জানুয়ারি মাসের মধ্যে উৎপাদিত হবে ১০০ কোটি টিকা। এপ্রিল মাসে রপ্তানি বন্ধ করে দেওয়ার আগে ভারত ৯৩টি দেশে মোট সাড়ে ৬ কোটি ডোজ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা রপ্তানি করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here