তালার কানাইদিয়ায় আনারস প্রতীকের পথসভা; অল্প সময়ে রুপ নেয় বিশাল জনসভায়

0
194

তালা অফিস : আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় মুখরিত জালালপুর ইউনিয়ন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জালালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর প্রতীক আনারসের পক্ষে ভোট চেয়ে প্রতিটি ওয়ার্ডে চলছে ব্যাপক গণসংযোগ ও পথসভা। শুক্রবার বিকাল ৫টায় জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা বাজারের মুক্তাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় হাজারো নারী-পুরুষের স্বতস্ফুর্ত উপস্থিতিতে অল্প সময়েই রূপ নেয় বিশাল জনসাভায়। পথসভায় মাহমুদুর রহমান মান্নার পরিচালনায় ও চানুক্য দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এম মফিদুল হক লিটু। বক্তব্যে এম মফিদুল হক লিটু প্রতিপক্ষের সন্ত্রাসীমূলক কর্মকান্ডের সমালোচনা করে বলেন, “মানুষকে হাতুড়ি পেটা করে লাঠির ভয় দেখিয়ে ভোট আদায় করা যায় না, ভোটারের ভালবাসা অর্জন করতে হয় যোগ্যতা দিয়ে। বিশ্বাস ও আস্থা স্থাপনের মাধ্যমে ভোটারের মন জয় করতে হয়। আপনারা আমার অফিস ভাঙচুর করেছেন, আমার কর্মীদের হাতুড়ী পিটিয়ে আহত করেছেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন, কিন্তু জনগনের মন থেকে আমাকে মুছে ফেলে পারবেন না। তাই জনগনকে ভয় দেখাবেন না, ভয় দেখিয়ে নির্বাচনে জয়ী হতে পারবেন না, মানুষকে ভালোবাসুন, সম্মান করুন। আমি উপজেলা প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই এবং যেকোন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণের আহবান জানাই।” তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি বিগত দুই মেয়াদে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি, আমার কর্মকান্ড সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। যদি মনে করেন এই ইউনিয়নের উন্নয়নের জন্য আমাকে প্রয়োজন, এই ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাকে প্রয়োজন তবে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে ভোট দিবেন।” এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসার আবু বক্কার মোড়ল, অধ্যক্ষ হাঃ মাওঃ আঃ সাত্তার, আবুল কালাম আজাদ, শংকর দাশ, শাহিন মোড়ল, বাবু ঘোষ, রফিকুল ইসলাম, ভৈরব সরকার, আসাদ ফকির, সরদার মাসুদ রানাসহ আনারস প্রতীকের কর্মীরা। বক্তরা এম মফিদুল হক লিটুর প্রতীক আনারসকে বিজয়ী করতে সকল ভোটারদের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here