পাইকগাছার ৩ হাজার ২১২ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

0
402

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অ লে তীব্র ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারনে স্বাদু পানির এলাকা সমূহে লবনাক্ত পানির অনুপ্রবেশ ঘটছে। যার ফলে উপকূলীয় বিপদাপন্ন জনগোষ্ঠীর পানীয় জলের সহজলভ্যতা, স্বাদু পানি নির্ভর কৃষিকাজ ও জীবন-জীবিকার উপর ব্যাপক প্রভাব পড়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার, গ্রীন ক্লাইমেট ফান্ড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর সহযোগিতায় ‘‘উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ’’ শীর্ষক নামক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি সাতক্ষীরা ও খুলনা জেলার ৫টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। দুইটি জেলার জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয়জলের সমাধানের জন্য প্রকল্পটি কাজ করছে। যার মধ্যে পরিবার ভিত্তিক পানীয় জলের জন্য ২০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক স্থাপন করা হবে। এরই ধারাবাহিকতায় পাইকগাছা উপজেলার ৫টি ইউনিয়নের ১২ টি ওয়ার্ডের ৩ হাজার ২১২টি পরিবার পাচ্ছে খানা ভিত্তিক পানির ট্যাংক। বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে সুফলভোগী পরিবারের মাঝে এসব পানির ট্যাংক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের মাঝে পানির ট্যাংক বিতরণ করেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউএনডিপি এর অপারেশনস এন্ড মেইনটেন্যান্স অফিসার জাহিদুর রহমান, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লুৎফা পারভীন, বাস্তবায়ন কারী সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর যুগ্ম পরিচালক (প্রকল্প) ফজিলা খানম, প্রকল্প ব্যবস্থাপক ধনেশ চন্দ্র শীল, মার্কেটিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা মো: আবু সাদিক শাহীন, সহকারী প্রকৌশলী তন্ময় হালদার, জসিম উদ্দীন বাবু, মোঃ আব্দুল আজিজ, শেখ শাকিল, আকরামুল ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, রায়হান পারভেজ রনি ও মাজহারুল ইসলাম মিথুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here