১২ ঘন্টা পর খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

0
419
আজ এবং এখন থেকেই সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা  প্রতিনিধি : দীর্ঘ ১২ ধন্টা উদ্ধার কাজ শেষে বেলা সাড়ে ১২ টার সময় খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্তদল গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে তদন্ত দল গঠন করা হয়।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিশ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম এবং পাকশী বিভাগীয় প্রকৌশলী (১) বিরবল মন্ডল।

প্রসঙ্গত‌ঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোববার রাত পৌনে ১ টা সময় উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রী চরম দূভেগের মুখে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here