সেই বিমানের ১২৪ যাত্রী ফিরলেন ঢাকায়

0
187

খবর৭১ঃ

জরুরি অবতরণের ফলে ভারতের নাগপুর বিমানবন্দরে আটকে পড়া ১২৪ জন যাত্রী ঢাকায় পৌঁছেছেন।

শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে পাইলট আসেননি। তিনি নাগপুরে চিকিৎসাধীন আছেন।

এর আগে শুক্রবার সকালে মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ এর ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে ফ্লাইটটি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে ফ্লাইটটির যাত্রীদের এয়ারপোর্টের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এসময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেয়। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here