পরীমনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাঁধন

0
229

খবর৭১ঃ কান চলচ্চিত্র উৎসব’-এ নিজের অভিনীত ছবি ‘রেহানা মরিয়ম নূর নিয়ে’ স্বপ্নের কয়েকটি দিন কাটিয়ে ফেরার পর বর্তমানে কলকাতায় রয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে তিনি সৃজিত মুখার্জীর পরিচালনায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নামে একটি সিনেমার শুটিং করছেন।

তারই ফাঁকে সম্প্রতি কলকাতার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মাদক মামলায় কারাবন্দি বাংলাদেশি চিত্রনায়িকা পরীমনির নিরাপত্তা নিয়ে নিজের উদ্বিগ্নের কথা জানান বাঁধন। জামিন না দিয়ে বার বার রিমান্ডে নিয়ে পরীমনির সঙ্গে যে আচরণ করা হচ্ছে বা হয়েছে, সেটা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধনের কথায়, ‘পরীমনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘স্বপ্নজাল’ সিনেমায় শুভ্রা চরিত্রে যে অভিনয় করেছেন, তা দেখে আমি মুগ্ধ। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এখন আমি আতঙ্কিত। নারী হিসাবে আরও বেশি চিন্তিত এবং লজ্জিত। পরীমনি আমার সহকর্মী। আমি তার শারীরিক, মানসিক, পেশার সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

বাঁধন আরও বলেন, ‘আমি লজ্জিত কারণ, স্বাধীনতার ৫০ বছরে এসেও বাংলাদেশে নারীদের অবস্থান এখনো আগের জায়গাতেই আছে। পরীমনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে দেশের আইনে তার বিচার হবে। কিন্তু যেভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে, তা খুব লজ্জার।’

পরীমনির মদ্যপান ও বাসা থেকে বিপুল মদ উদ্ধার প্রসঙ্গে বাঁধন বলেন, ‘মদ খাওয়া যদি অপরাধ হয়, তাহলে কীভাবে মদ পরীমনির বাড়িতে এসেছে? কে দিয়েছে? সেটা খুঁজে বের করে তাদেরও ধরতে হবে।’

গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে ১৮.৫ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ উদ্ধারের কথা বলা হয়।

ওই ঘটনায় র‌্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান ৪ আগস্টের দিনেই বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেন। সেই মামলায় তিন দফার রিমান্ড শেষে গত ১৩ আগস্ট থেকে আদালতের নির্দেশে পরীমনি কারাগারে রয়েছেন। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here