অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান ঢাকায়

0
286

খবর৭১ঃ
বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান ঢাকায় পৌঁছেছে।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো এসব টিকা শনিবার বিকাল সোয়া ৩টার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেনে টিকাগুলো ঢাকায় আনা হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান এই তথ্য নিশ্চিত করে জানান, নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেন টিকা নিয়ে বিকেল সোয়া ৩টায় বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের কার্গো বিমানটি টিকার চালান নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে। এ দুই চালানে মোট ১৩ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here