জৈব সুরক্ষা ভাঙ্গায় তিন ক্রিকেটার ১ বছরের জন্য নিষিদ্ধ

0
245

খবর৭১ঃ  ইংল্যান্ড সফরে গিয়ে জৈব সুরক্ষা বলয় ভেঙেছিলেন কুশল মেন্ডিস। তারই মাশুল গুনতে হচ্ছে। শুধু কুশল মেন্ডিস একা নন, এই নিয়ম ভাঙার অপরাধে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে দানুশকা গুনাথিলাকা এবং নিরোশান ডিকভেলাকেও। পাশাপাশি তিনজনকে করা হয়েছে ১ কোটি রুপি জরিমানা।

গেল জুনে শ্রীলঙ্কা গিয়েছিল ইংল্যান্ড সফরে। সেখানে ডারহাম সফরকালে শ্রীলঙ্কার টিম হোটেল থেকে বেরিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন গুনাথিলাকা, মেন্ডিস ও ডিকভেলা। নিয়ম ভেঙে তাদের এই বেরোনোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বেশ বিপাকেই পড়তে হয় লঙ্কান ক্রিকেট বোর্ডকে।

বায়োবাবল থেকে বের হওয়ার অপরাধেই নিষিদ্ধ হয়েছেন তিন ক্রিকেটার। তবে শাস্তি এখানেই শেষ নয়। আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেটও খেলতে পারবেন না তারা।

এই ঘটনায় শাস্তি বেশি হওয়ার সম্ভাবনা ছিল তাদের। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে ২ বছর নিষিদ্ধ করার সুপারিশ ছিল। তবে লঙ্কান ক্রিকেট বোর্ডের নমনীয় মনোভাবে শাস্তি কম হয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হলেও আরও দুই বছর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কড়া নজরদারিতে রাখা হবে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here