সৈয়দপুরে আজ ৯৮০ জনের কোভিড -১৯ ভ্যাসকিন গ্রহণ

0
207

মিজানুর রহমান মিলন,সৈয়দপুর :
আজ বুধবার নীলফামারীর সৈয়দপুরে ৯৮০ জন কোভিড-১৯ (করোনা ভাইরাস)’র ভ্যাকসিন (টিকা) গ্রহন করেছেন। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপন করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে গত ১২ জুলাই থেকে টিকাদান শুরু হয়। শুরুর প্রথম দিকে মানুষের মধ্যে টিকা গ্রহনের তেমন কোন আগ্রহ ছিল না। কিন্তু দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সংক্রমণ ও মৃত্যু উর্ধ্বমূখী হওয়ায় মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ বাড়িয়েছে। আজ বুধবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে স্থাপিত টিকা দান কেন্দ্রে ৯৮০জন করোনা ভাইরাসের টিকা গ্রহন করেন। গতকাল মঙ্গলবারও (২৭ জুলাই) সমসংখ্যক মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল সোয়া ১০টায় সৈয়দপুরের ওই টিকা কেন্দ্রে দেখা যায় বিভিন্ন বয়সী মানুষজনের ভীড়। বেলা বাড়ার সাথে সাথে টিকা কেন্দ্রে মানুষের ভীড়ও বাড়তে থাকে। এ সময় শত শত মানুষকে লাইনে দাড়িয়ে টিকা গ্রহনের জন্য অপেক্ষার করতে দেখা যায়। কর্তৃপক্ষ ভীড় সামাল দিতে মহিলা ও পুরুষ জন্য আলাদা দুইটি বুথে টিকা দেয়ার ব্যবস্থা করেন। তারপরও স্বাস্থ্য বিভাগের কর্মীরা মানুষকে টিকা প্রদান করতে হিমশিম খাচ্ছেন।

এদিকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার টিকাদানের সার্বিক কার্যক্রম তদারকি করছেন। শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার গৃহবধূ শাকিলা পারভীন টিকা নিতে এসে জানান,বয়সের সীমাবদ্ধতার কারণে প্রথম পর্যায়ে করোনো ভাইরাসের টিকা গ্রহনের সুযোগ মেলেনি। পরে টিকা নেয়ার বয়স ৩০ বছর করা হলে টিকার জন্য নিবন্ধন করি। আজ কেন্দ্রে এসে কাঙ্খিত টিকা নিলাম। খুব ভাল লাগছে । কোন রকম বাঁধা বিপত্তি ছাড়াই টিকা দিতে পারলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here