১০ জনের দল নিয়ে হেরে গেল আর্জেন্টিনা

0
241

খবর৭১ঃ টোকিও অলিম্পিকে ব্রাজিলের শুরুটা দুর্দান্ত হলেও আর্জেন্টিনার হলো না। গ্রেটেস্ট শো অন আর্থের ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচেই হেরে গেছে লিওনেল মেসির দেশ।

স্বর্ণের প্রত্যাশা আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ ফুটবল দল বাংলাদেশ সময় বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়।

আর চলতি মাসেই কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনার অলিম্পিক দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

সাপোরোর সাপোরো ডোমে ম্যাচের ১৪ মিনিটের সময় অস্ট্রেলিয়ার হয়ে প্রথম গোল করেন লাচলান ওয়েলস।

মিচেল ডিউকের এসিস্ট থেকে ডি-বক্সের বাম পাশ থেকে বাম পায়ের শটে ডান দিক দিয়ে বল জালে জড়ান ওয়েলস।

প্রথমার্ধে যথাসাধ্য চেষ্টা করেও তা শোধ করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফ্রান্সিসকো ওরতেগাকে।

ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে।

যে কারণে গোল শোধ করবে কি বারে বারেই আরো গোল হজমের শঙ্কায় থেকেছে আকাশি-সাদার দল।

এর পরও অস্ট্রেলিয়ার রক্ষণে বেশ কয়েকবার হানা দিয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কাজ হয়নি।

৮০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মারকো তিলিও। ২-০ তে এগিয়ে যা অসিরা।

ডিউকের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া বাম পায়ের শটে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত করেন মারকো তিলিও।

নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেহুয়েন পেরেজের দল।

আর্জেন্টিনার পরের ম্যাচে প্রতিপক্ষ স্পেন। এরপর খেলবে মিসরের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here