বাগেরহাটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ালো

0
150

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হওয়ায় এই আক্রান্তের সংখ্যা জেলায় মোট ৫ হাজার ৬৩ জন দাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ০১ জন রোগী মারা গেছে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত প্রায় ১ হাজার ৫০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে বাগেরহাট সদর উপজেলায় ৩৭ জন, মোল্লাহাটে ১৭, ফকিরহাটে ১৬, মোড়েলগঞ্জে ৪, মোংলায় ১, কচুয়ায় ৫, চিতলমারী ৩ এবং শরণখোলায় ৫ জন আক্রান্ত হয়েছে ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ০১ জন রোগী। কারণ গত তিন ধরে পরীক্ষার তুলনায় শনাক্তের সংখ্যা কমলেও প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে রোগী। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here