বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন

0
147

খবর৭১ঃ
করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য এদিন থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার সন্ধ্যায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এই কথা জানান।

করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য এদিন থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার সন্ধ্যায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এই কথা জানান।

শরীফুল বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। কাউন্টারে কোনো টিকেট দেয়া হবে না। শুধু অনলাইনে টিকেট পাওয়া যাবে। মঙ্গলবার ট্রেনের নাম ও সিডিউল প্রকাশ হতে পারে বলে জানান তিনি।

এর আগে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সবধরনের গণপরিবহন চলবে। একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল।

দেশে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় গত ১ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। অন্যান্য গণপরিবহনের সঙ্গে বন্ধ রয়েছে ট্রেনও।

আগামী ২১ জুলাই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল রবিবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ঈদের পরদিন পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকলেও পরে নতুন করে কঠোর লকডাউন আসতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্রে আভাস পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here