সর্বোচ্চ গোলদাতা-টুর্নামেন্ট সেরা দুটোই মেসি

0
210

খবর৭২ঃ ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দলকে ২৮ বছর পর শিরোপা এনে দিতে যার অবদান সবচেয়ে বেশি সেই লিওনেল মেসিই পেলেন সর্বোচ্চ গোলদাত এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার।

আর্জেন্টিনার জার্সিগায়ে এবারের আসরে মোট সাতটি ম্যাচে মাঠে নেমেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এর মধ্যে ৫টিতেই ম্যাচ সেরা। গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট করেছেন ৫টি। তার নিকটে থাকা লওতারো মার্টিনেজ ফাইনালে গোল পাননি।

সুতরাং, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যে মেসিই পেতে যাচ্ছেন, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠলো মেসির হাতে।

এদিকে মেসির আর আর্জেন্টিনার অর্জনের রাতে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের গোলদাতা ডি মারিয়া হয়েছেন ম্যাচসেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here