করোনায় দেশে প্রাণ হারালেন ১১ হাজার পুরুষ

0
302

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার সংক্রমণ ও শতাধিক মৃত্যু হচ্ছে।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড ২০১ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।এরপর দেশে এখন পর্যন্ত ১৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে ১১ হাজার ২ জন পুরুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাসটি।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২০১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ১১৯ জন। আর নারী ৮২ জন।দেশে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫৯১ জন নারীর মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫ হাজার ৯৮৭ জন।এখন পর্যন্ত দেশে মোট ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন করোনামুক্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।এরপর থেকে সংক্রমণ বাড়তে থাকে।সে বছরেরই ১৮ জুন করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here