বাংলাসহ ১০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

0
221

খবর৭১ঃ  এবার আরাফার বিস্তৃত প্রাঙ্গণে হাজিদের উদ্দেশ্যে হজের যে খুতবা পাঠ করা হবে সেটি বাংলাসহ মোট ১০টি ভাষায় অনুদিত হবে। এর আগের বছর হজের খুতবা ৫টি ভাষায় অনুবাদ করেছিল সৌদি আরব।

এবার অনুবাদ করা হবে ১০টি ভাষায় এবং দু’টি প্লাটফর্মে সেটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

তিনি বলেন, ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছরের মতো এ বছরও গুরুত্বপূর্ণ খুতবা ১০টি ভাষায় অনূদিত হবে। ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ, হাউসা ও বাংলা। অনুবাদ কার্যক্রম পরিচালনায় এটি বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প। বিগত বছরের মতো এবারও সৌদি সরকারের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে। সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here