এইচএসসির ফি নির্ধারণ, ফরমপূরণ শুরু ২৭ জুন

0
382

খবর৭১ঃ
চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ফরমপূরণ কার্যক্রম শুরু হচ্ছে ২৭ জুন থেকে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ কার্যক্রম চলবে অনলাইনে। ফরমপূরণের শেষ তারিখ ৭ জুলাই।

শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর মাধ্যমিকের ফরম পূরণে বিজ্ঞান শাখার ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫০০ টাকা। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এক হাজার ৯৪০ টাকা। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেয়া যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির কারণে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল বিবেচনায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। পরীক্ষা না হওয়ায় ফি’র একটা অংশ শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। বর্তমানে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় এ ছুটি আরও বাড়ানো হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here