সৈয়দপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে গাছের চারা বিতরণ

0
344

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে ওই গছের চারা বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে গাছের চারা তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা আসনার ও ভিডিপি প্রশিক্ষিকা কাজী মোছা. তাহেরা খাতুন, উপজেলা আসনার ও ভিডিপি প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।
ওই দিন সৈয়দপুর উপজেলার ৪৫টি গ্রামে ৯০টি বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here