সৈয়দপুর তিনটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

0
290

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নে আইসঢাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তিসহ এক তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তির মাটির কেটে এর শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মো শাহ্জাহান মন্ডল, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারি প্রকৌশলী মো. ফরহাদ হোসেন,আইসঢাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা নাসরিনসহ অন্যান্যা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২০২১ অর্থবছরে চতুর্থ শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় উপজেলার আইসঢাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তিসহ এক তলা নতুন ভবনটি নির্মাণ করা হবে। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৬০ লাখ ২৩ হাজার ৯৯৫ টাকা। মেসার্স সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজটি করছে। নয় মাস মেয়াদকালে কাজটি সম্পন্নের সময়সীমা রয়েছে ।
পরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বালাপাড়ায় ৭৫ মিটার সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এর আগে সকালে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপজেলা পরিষদ চত্বরে “আমার বাড়ী আমার খামার” ও পল্লী স য় ব্যাংকের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, পল্লী স য় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হরে কৃষ্ণ রায়সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here