লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪২২ বাংলাদেশি

0
312

খবর৭১ঃ  লেবানন থেকে দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছের আরও ৪২২ অবৈধ বাংলাদেশি।

শুক্রবার (১৮ জুন) বিকেলে বিশেষ ফ্লাইটটি ৪২২ বাংলাদেশিকে নিয়ে দেশটির শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশিরা জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

বিমান টিকিট নিতে আসা বাংলাদেশিরা বলেন, একমাত্র ডলার সঙ্কটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। বর্তমান সময়ে বিমান টিকিটের ৪০০ ডলার যোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশি নিজ দেশে ফেরত যেতে সক্ষম হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here