বিরামপুরে একদিনে ২৩ জন করোনা আক্রান্ত

0
292

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্ত রুগির সংখ্যা। গত এক সপ্তাহের বিরামপুরে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন। বর্তমান করোনাভাইরাসে রোগী রয়েছেন ৩৯জন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমেল জানান,‘দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এক দিনেই উপজেলায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ভারতে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের মধ্যে বিরামপুর উপজেলায় শহরের ৬টি আবাসিক হোটেলে ৯০ জন কোয়ারেন্টিনে ছিলেন। তাদের মধ্যে ৫০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি আরো বলেন,ভারতফেরত যাত্রীদের মধ্যে দুজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তারা বিরামপুরে হোম আইশোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here