পাইকগাছায় করোনা প্রতিরোধ বিষয়ক পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
196

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় স্থানীয় পর্যায়ে করোনা প্রতিরোধে পল্লী চিকিৎসকদের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার ও করোনা মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক। দুই ব্যাচের প্রশিক্ষণে ৬০ জন পল্লী চিকিৎসক অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here