সৈয়দপুরে পদত্যাগী নেতাদের সাথে সমঝোতার উদ্যোগ

0
290

মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
কেন্দ্রীয় জাতীয় পার্টির পক্ষ থেকে সৈয়দপুরে পদত্যাগী নেতাদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা সভা অনুষ্ঠিত হয়। সভায় সৈয়দপুর জাপার উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের পদত্যাগী নেতাকর্মীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানানো হয়। দলের চেয়ারম্যান জিএম কাদেরের প্রতিনিধি প্রেসিডিয়াম সদস্য ও দলের রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মধ্যস্থতা সভায় দলের ওই অবস্থানের কথা জানান। সভাটি গত বুধবার রাতে অনুষ্ঠিত হয় শহরের একটি অভিজাত হোটেলে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রাইছুল ইসলাম লাকী বসুনিয়া।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল। বড় দলে অনেক ভুল বোঝাবুঝি থাকে। আপনাদের পদত্যাগ গ্রহণ করা হয়নি। কাজেই আপনারা দলের পদত্যাগী নন। সভায় বক্তব্য বলেন জাপা নেতা সিদ্দিকুল আলম, মো. আলতাফ হোসেন, শফিউল আলম সুজন, রওশন মহনামা, শামসুদ্দিন অরুন, শেফালী বেগম, রানু বেগম, ওবায়দুর রহমান ভুট্টু প্রমুখ। জাপা চেয়ারম্যানের প্রতিনিধি সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পদত্যাগী ২১ নেতাকে পার্টির কার্যক্রম এগিয়ে নিতে অনুরোধ জানান। এ সময় পদত্যাগী নেতারা জাতীয় পার্টি সাংসদ আহসান আদেলুর রহমানের নানা দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা তাঁকে অবহিত করেন বলে পদত্যাগিদের একাধিক নেতা জানান। সমঝোতায় সভার সিদ্ধান্ত সম্পর্কে পদত্যাগিদের নেতা সিদ্দিকুল আলমের সাথে মুঠোফোনে কয়েকবার কল দিয়ে এবং ম্যাসেজ দিলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি
তারিখ-১১-৬-২০২১ইং
মোবাইল -০১৯১৬৫৬৬৫০২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here