ঝিনাইদহ বিশ্ব দুগ্ধ দিবস পালিত

0
237

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
“প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন”এ শ্লোগানকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়রে অধীন প্রাণি সম্পদ অধিদপ্তররে আওতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি)’র সহযোগিতায় ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছাঃ খালেদা খানম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনন্দ কুমার অধিকারী ও সহকারী পুলিশ সুপার(শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম।

এছাড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার ব্যানার্জী,ডেইরী ফার্মার এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ ফারুকসহ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপস্থিত শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here