পটুয়াখালীতে স্থায়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

0
314

রাকিব হাসান পটুয়াখালীঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিধ্বস্ত বাঁধের উপর দাঁড়িয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসীরা। শুক্রবার (২৯ মে) বেলা ১১ টায় উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ভাঙ্গনকবলিত বাধেঁর উপর এ মানববন্ধন করে তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে নিজামপুর, কমরপুর ও সুধিরপুর গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন নিজামপুর গ্রামের মো.নূরুজামাল, মালেক ফরাজীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, সরকারের কাছে ত্রান সহায়তা চাইনা, আমরা চাই স্থায়ী বাঁধ। তাই স্থায়ী বাঁধ নির্মানের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে মহিপুর ইউনিয়নের তিনটি পয়েন্টের নিজামপুর, কমরপুর ও সুধিরপুর গ্রামে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়। জোয়ারের পানি প্রবেশ করে ওইসব গ্রামের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। তলিয়ে রয়েছে পুকুর, মাছের ঘের সহ ফসলি জমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here