চীনা ‘কৃত্রিম সূর্যে’র ১২ কোটি ডিগ্রি তাপমাত্রা সৃষ্টির রেকর্ড

0
218

খবর৭১ঃ

চীনে একটি বৈজ্ঞানিক পরীক্ষায় ১২ কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা অর্জিত হয়েছে। ১০১ সেকেন্ড এই তাপ ধরে রাখেন বিজ্ঞানীরা। এটি একটি বিশ্ব রেকর্ড। ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স অফ দ্য চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস (এএসআইপিপি) এর গবেষক গং জিয়ানজু এসব তথ্য গণমাধ্যমকে জানান বলে শুক্রবার (২৮ মে) উল্লেখ করেছে সিনহুয়া নেট।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলক এডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইস্ট) এর পরীক্ষায় এ তাপমাত্রা পাওয়া গেছে। এমনকি ২০ সেকেন্ডের জন্য ১৬ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপও উঠেছিল। ইস্টকে বলা হচ্ছে চীনা ‘কৃত্রিম সূর্য’। এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সূর্যের মতোই নিউক্লিয়ার ফিউশন তৈরি করা যা ক্লিন এনার্জির অন্যতম উৎস হবে। এ পরীক্ষায় অন্তত ৩০০ বিজ্ঞানী ও প্রকৌশলী অংশ নেন।

এএসআইপিপি এর পরিচালক গান ইউন্টাও জানান, চীনের পদার্থবিজ্ঞান এবং প্রকৌশল ক্ষেত্রে এটি একটি বিশাল অর্জন। পরীক্ষার সাফল্য চীনকে তার নিজস্ব পারমাণবিক ফিউশন শক্তি কেন্দ্র তৈরি করার ভিত্তি দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here