মদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
596

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭) শুক্রবার জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর
রহমান। উদ্বোধনী ম্যাচে মদন পৌরসভা বনাম মদন ইউনিয়নের মাঝে খেলা ফিকচার অনুযায়ী প্রথমার্ধে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে মদন ইউনিয়ন ১-০ গোলে বিজয় হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বুলবুল
আহমেদ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, সাংবাদিক পরিতোষ দাস, ইউপি চেয়ারম্যানগণ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ খেলাটি উপভোগ করেন। আগামী ৩১ মে বিকালে প্রথম ও দ্বিতীয় রাউন্ডসহ সেমিফাইনালে বিজয়ী উপজেলার ২ দলের মধ্যে ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭)-২০২১।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক দলের ফিক্সচার প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রস্তুতকৃত ওই ফিক্সচার অনুযায়ী জানা গেছে, একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন থেকে একটি করে মোট ৯টি বালক দল উপজেলা পর্যায়ে টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। ২৮ মে শুক্রবার প্রথম রাউন্ডে বিকাল ৩টায় বালক ১ নং ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ৩১ মে সোমবার ২টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটি গুলো হলো-ম্যাচ কমিশনার উপ-কমিটি, নির্বাচক উপ-কমিটি, বয়স নির্ধারণ উপ-কমিটি, মাঠ প্রস্তুত উপ-কমিটি,শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটি, উপজেলা পর্যায়ে দল গঠন উপ-কমিটি, পুরষ্কার ক্রয় উপ-কমিটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালক (অনুর্ধ্ব ১৭)-এর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ বলেন, শুক্রবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিকাল ৩ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগামী ৩১ মে সোমবার বিকালে প্রথম ও দ্বিতীয় রাউন্ডসহ সেমিফাইনালে বিজয়ী উপজেলার ২ দলের মধ্যে ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হবে। এদের মধ্য থেকে
বিজয়ী দলকে জেলা পর্যায়ে পাঠানো হবে। এ সময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here