ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ

0
373
ফ্লাইট স্থগিতের সময় বাড়ল

খবর ৭১ঃ যুক্তরাজ্য ছাড়া গোটা ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে বিমানপথে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ব্রিটেন এ নিষেধাজ্ঞার আওতায় নেই।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য অঞ্চলের ১২টি দেশ হলো, আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগেয়ে। ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর বেশ কিছুদিন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ ছিল। মার্চের মাঝামাঝি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়। এমতাবস্থায় ইউরোপ ও ১২ দেশ থেকে বিমানে যাত্রী পরিবহন নিষেধাজ্ঞা দিল বেবিচক।

এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরমধ্যে গণপরিবহনে চলাচল সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধসহ স্বাস্থ্যবিধি মানতে কার্যকর নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here