সুয়েজ খালে ফের নৌচলাচল শুরু

0
222

খবর৭১ঃ

পুরো এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের সোমবার পুরোদমে নৌচলাচল শুরু হয়েছে সুয়েজ খালে। এক বিবৃতিতে খাল কর্তৃপক্ষ এমন খবর দিয়েছে।

এতে লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ তার পুরনো অবস্থায় ফিরে গেল।-খবর রয়টার্সের

মিসরের এই খালে আড়াআড়িভাবে আটকা পড়া কনটেইনারবাহী জাহাজ এমভি এভার গিভেন অবশেষে মুক্ত হয়েছে।

এর আগে তিনশর বেশি জাহাজের জট তৈরি হয় খালের দুই প্রান্তে। বিপুল আর্থিক ক্ষতির উদ্বেগও দেখা দিয়েছিল।

শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেনকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন উদ্ধারকর্মীরা। অবশেষে স্থানীয় সময় সোমবার ভোররাতে সুখবর দেয় জাহাজটি সরানোর কাজে থাকা ইঞ্চকেপ শিপিং সার্ভিসেস।

টুইটারে এক বার্তায় তারা জানায়, ৪০০ মিটার দীর্ঘ এবং ৫৯ মিটার প্রশস্ত খালের পাশের চরায় আটকে যাওয়া এভার গিভেনকে সফলভাবে ভাসিয়ে তোলা সম্ভব হয়েছে এবং জাহাজটি এখন নিরাপদ।

সামাজিকমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, জাহাজের পেছনের অংশ খালের পাড়ের একদিকে উঠে এসেছে, তাতে সামনের দিকে খালের একটি অংশ উন্মুক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here