করোনায় আক্রান্ত শচীন

0
571

খবর৭১ঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আজি শনিবার (২৭ মার্চ) এক টুইট বার্তায় তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

শচীন টেন্ডুলকার জানান, তার শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। বাড়ির অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হয়। তবে বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

টুইট বার্তায় তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজেকে এখন সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রেখেছেন এবং প্রয়োজনীয় সকল প্রটোবল মেনে চলছেন।

এ সময় পাশে থাকার জন্য স্বাস্থ্যকর্মী ও বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমর্থকদের ধন্যবাদ জানান এই কিংবদন্তী ক্রিকেটার।

২০১৩ সালে অবসর নেওয়ার আগে টানা ২৪ বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শচীন টেন্ডুলকার। এই সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটে তিনি রান করেছেন ১৫ হাজার ৯২১ রান। যা বিশ্বের কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সব ফরম্যাট মিলিয়ে করেছেন ১০০টি সেঞ্চুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here