স্থলবন্দর বেনাপোলে স্বর্নের বারসহ পাসপোর্টযাত্রী আটক

0
307

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন, যশোর প্রতিনিধিঃ
পায়ু পথে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট থেকে মাসুদুর রহমান নামে এক পাসপোর্ট যাত্রীকে ৫ পিছ স্বর্নের বার সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার সকালে কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে  আটক করে।

আটককৃত মাসুদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চাদের হাট গ্রামের আদুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং-বিএইচ-০৮৭১৩৭০।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পয়ুপথ থেকে ৫ পিছ স্বর্ন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২৫ লাখ টাকা। এসময় তার সাথে ছিল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন, ইন্সপেক্টর শাহজাহান সিপাই খলিল ইমাম হোসেন ও জাহাঙ্গীর হোসেন।

আটকৃত আসামিকে স্বর্ন চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here