সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার হিসেবে শাহিনা বেগমের যোগদান

0
1072
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার হিসেবে শাহিনা বেগমের যোগদান
ছবিঃ মিজানুর রহমান মিলন সৈয়দপুর।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ সৈয়দপুরে উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করলেন কৃষিবিদ শাহিনা বেগম। এর আগে তিনি তার বর্তমান দপ্তরে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কৃষিবিদ শাহিনা বেগম ২৮ তম বিসিএস এর মাধ্যমে ২০১০ সালের ১ ডিসেম্বর দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

পরবর্তীতে তিনি নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। সৈয়দপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ৩১ আগস্ট তিনি অতিরিক্ত কৃষি অফিসার পদে পদোন্নতি পান। এরপর গত ১৪ জানুয়ারী তাঁকে সৈয়দপুর উপজেলায় উপজেলা কৃষি অফিসার হিসেবে পদায়ন করা হয়। কৃষিবিদ শাহিনা বেগম ২০০৬ সালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে এম.এস ডিগ্রী লাভ করেন।

ব্যক্তিগত জীবনে শাহিনা বেগম বিবাহিতা। তাঁর স্বামী মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ রাশেদুল ইসলাম। ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার হিসেবে কৃষিবিদ শাহিনা বেগম তাঁর ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য ন্যায়, নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালনে জন্য সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here