সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল

0
549
সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল

খবর৭১ঃ

অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। প্রতিটি মুহূর্তে লড়াই হয়েছে। কিন্তু, নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে।

আর তাতে অ্যাটলেটিকোকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।টাইব্রেকারে রিয়ালের শেষ শটটি নেন সার্জিও র‌্যামোস। তিনি গোল করতেই রিয়ালের খেতাব নিশ্চিত হয়।

এই নিয়ে ১১ বার সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের কোচের পদে দ্বিতীয়বার আসীন হয়ে প্রথমবার কোনও খেতাব জিতলেন জিনেদিন জিদান। এর ফলে এখনও পর্যন্ত কোচিং জীবনে মোট ১০টি খেতাব জিতলেন তিনি।
প্রথম থেকে গোলশূন্য থাকলেও ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন অ্যাটলেটিকোর মোরোতা। কিন্তু, রিয়ালের ভ্যালভার্দে ফাউল করে তাকে কোনও রকমে আটকান।

এর ফলে ভ্যালভার্দে লাল কার্ডও দেখেন। আর এই ঘটনাটাকেই ম্যাচের অন্যতম মুহূর্ত বলে বর্ণনা করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমোনে।
তার কথায়, মোরোতা যদি গোল করতে পারতো তা হলে হয়তো তারাই শেষ হাসি হাসতেন। অন্যদিকে ভ্যালভার্দে জানিয়েছেন যে তার ফাউল করা ছাড়া আর কোনও উপায় ছিল না। এর জন্য তিনি মোরোতার কাছে ক্ষমাও চেয়েছেন।

উচ্ছ্বসিত রিয়াল কোচ জিদান বলেন, আমি ফুটবলার হিসেবে বেশকিছু সাফল্য পেয়েছি। এবার কোচ হিসেবেও সাফল্য পাচ্ছি। ফুটবলারদেরই অভিনন্দন জানাচ্ছি এই সাফল্যের জন্য। ওরা যদি পরিশ্রম না করত। ভালো না খেলত, তা হলে এই সাফল্য আমি পেতাম না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here