সিরিজ জিততে মঙ্গলবার দেরাদুন যাচ্ছে বাংলাদেশ

0
356

খবর৭১:  সাকিব আল হাসানকে ছাড়া মঙ্গলবার সকাল দশটায় জেট এয়ারলাইন্স যোগে ভারতের দেরাদুনে যাচ্ছে টিম বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৩, ৫ ও ৭ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আইপিএল খেলে ক্লান্ত সাকিব। আজ সকালেই দেশে ফিরেছেন। সামনেই বাংলাদেশ দলের ব্যস্ত সিডিউল। আফগানিস্তান সিরিজের পরপরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। দুই সিরিজের মাঝে বিশ্রামের সময়টা কম। খেলার ওপর থাকায় টিম ম্যানেজম্যান্টের থেকে দুদিনের ছুটি চেয়েছেন সাকিব। বিশ্রামে থাকবেন বলেই বিশ্ব একাদশের হয়ে ৩১ মে লর্ডসে না খেলার সিদ্ধান্তও নিয়েছেন। সেদিনই সাকিব দলের সঙ্গে যোগ দেবেন দেরাদুনে।

মূল মঞ্চে মাঠে নামার আগে ১ জুন বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। সাকিব ও তামিমের ওই প্রস্তুতি ম্যাচটি না খেলার সম্ভাবনা বেশি। তামিম বিশ্ব একাদশের হয়ে খেলতে এখন লন্ডনে। সেখান থেকে ১ জুন সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তামিম।

দলের প্রত্যেকে সিরিজ জিততে আত্মবিশ্বাসী। গতকাল মাহমুদউল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, সিরিজ জয়ের বিকল্প কিছু ভাবছেন না তারা। তার ভাষ্য,‘আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা। এটাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট।’

নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখলেও প্রতিপক্ষ আফগানিস্তানকে সমীহ করছে বাংলাদেশ দল। বিশেষ করে আফগানিস্তান দলের দুই স্পিনার রশীদ খান ও মুজিব-উর-রহমানকে নিয়ে ভাবছে টাইগার শিবির। যদি অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই ক্রিকেটারদের। উল্টো রশিদ খানকে নিয়ে বাড়তি আলোচনায় বিরক্ত সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ম্যাচটি জিতেছে বাংলাদেশই। তবে র‌্যাঙ্কিংয়ে এখন আফগানিস্তানের থেকে পিছিয়ে বাংলাদেশ। আফগানিস্তান আটে, বাংলাদেশ দশে। দেরাদুনে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশ আফগানিস্তানকে টপকে যাবে।

অভিজ্ঞতায় বাংলাদেশের থেকে পিছিয়ে আফগানিস্তান। কিন্তু সম্প্রতি ভয়ডরহীন ক্রিকেট উপহার দিয়ে আফগানরা সবআলো কেড়ে নিয়েছেন। তাদের বিপক্ষে সিরিজ জয়ের কাজটা কঠিন হবে বলার অপেক্ষা রাখে না।

সিরিজ জয়ের মিশনের পাশাপাশি বাংলাদেশ শিবির ভিন্ন চিন্তাও করছে। নিদাহাস ট্রফিতে বাংলাদেশ যে ধরনের পারফরম্যান্স করেছে, সেটা ধরে রাখা হবে মূল চ্যালেঞ্জ। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে দুবার হারায় বাংলাদেশ। ভারতের কাছে দুবার হারে। ফাইনালে ভারত শেষ মুহূর্তে গিয়ে জয় পায়। শেষ হাসিটা হাসতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা সেই চ্যালেঞ্জ নিয়ে ভারতে যাচ্ছে সাকিবের টিম বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন ‍কুমার দাশ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহী।

স্ট্যান্ডবাই : কাজী নুরুল হাসান সোহান, নাঈম হাসান এবং আবুল হাসান রাজু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here