সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করেই ঐক্যফ্রন্টের সাথে সংলাপ হবে–বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল

0
336

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের গোবিন্দগঞ্জ কলেজ মাঠে এক সুধী সমাবেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি বলেছেন, সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করেই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপ হবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তবে সংবিধানের বাহিরে কোন সংলাপ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও অধ্যাপক রমেন্দু বিকাশ দের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় এমপি মানিক বলেন, বর্তমান সরকারের হাতেই দেশজুড়ে অভুত উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন বিশ্বাসী জনগন নৌকায় ভোট দিয়ে আবারো মানবতার নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। দেশের উন্নয়নের সাথে পাল্লা দিয়ে ছাতক-দোয়ারায়ও দু’হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার জন্য ছাতক-দোয়ারার জনগনের প্রতি আহবান জানান এমপি মানিক। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উলাহ খানঁ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাকিম। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, কলেজ গভর্নিংবডির সদস্য, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ প্রমূখ। সকালে গোবিন্দগঞ্জ পৌছলে মন্ত্রীকে স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি ৪ কোটি টাকা ব্যয়ে কলেজের নব নির্মিত দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও একটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সমাবেশ শেষে তিনি দোয়ারাবাজার উপজেলার বাশতলা-হক নগর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। হক নগরে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত পৃথক সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। এ ছাড়া বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ একরামুল হক, আমিরুল হক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল প্রমুখ। সন্ধ্যায় হক নগর থেকে মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ছাতক সিমেন্ট কারখানার গেষ্ট হাউজে পৌছেন। এখানে তিনি রাত্রী যাপন করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।##
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here