সমাবেশ করার আগে ভয় পাই, কারণ ব্লেম গেম : ফখরুল

0
321

খবর ৭১ঃ ব্লেম গেমের কারণে যেকোনো সমাবেশ করতে ভয় পান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা নাকি জনগণের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ব্লেম গেম করছি। বলার উদ্দেশ্যটা হচ্ছে, একটা অডিও বেরিয়েছে আমাদের দুই নেতার মধ্যে কথোপকথন, যার ওপর ভিত্তি করে আমার রাজশাহী জেলার সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে।’
ফখরুল বলেন, ‘আজকালকার প্রযুক্তির যুগটা আমরা এত ভালো করে বুঝি, মানুষ এত ভালো বুঝে যে আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপও তৈরি করে দেওয়া যায়, কোনো কঠিন কাজ না। আপনারা নিজেরাই দেখতে পারেন-কার কত রকম ছবি বের হয়, এর ঘাড়ে ওর মাথা, এটাই করেছেন আপনারা।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে জাস্টিফাই করার জন্য যত রকমের কাজ আছে আপনার তা করছেন। সোজা হিসাব, আমার দলের একটি মিটিং করছি, এর মধ্যে কি আমার দলের কেউ বোমা মারবে? আপনার মনে আছে, নয়াপল্টনের সামনে আমরা বিরাট মিটিং করছিলাম। সেদিন ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি যখন ওই মিটিংয়ে ট্রাকের ওপর উঠলাম তখন নাইটিঙ্গেল মোড়ে দুইটা পটকা ফুটল। সেদিন মাহমুদুর রহমানকে যেই লোক পিটিয়েছেন, এই লোক (কুষ্টিয়ার বর্তমান এসপি) সেদিন এখানে ছিল। আমরা যেকোনো সময় সমাবেশ করার আগে ভয় পাই। কারণ ওই যে ব্লেম গেম, ওরাই পটকা মারবে আর ওরাই আমাদের দোষ দেবে।’
এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম, এনপিপির মহামচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here