শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

0
504
শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

খবর৭১ঃ দেশের কিছু কিছু এলাকায় বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন আজ বৃহস্পতিবার জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, রাঙ্গামাটি ও নওগাঁ অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় আরো ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।

এরপর চলতি মাসে দেশে আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই, বরং মাসের শেষে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here