শুরু হয়েছে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ বসানোর কাজ

0
924
শুরু হয়েছে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ বসানোর কাজ
প্রবর্তক মোড় এখন ‘আইয়ুব বাচ্চু চত্বর’। সেখানে স্থাপন করা হচ্ছে ‘রুপালি গিটার’। ছবিঃ প্রথম আলো।

খবর৭১ঃ

আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ বসানোর কাজ শুরু হয়েছে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে। গতকাল বুধবার রাতে গিটারের এই প্রতিকৃতি ওই স্থানে আনা হয়। প্রবর্তক গোল চত্বরে এই গিটার বসানোর কাজ চলছে। বৃষ্টির কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে গিটারের প্রতিকৃতি পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়।

চট্টগ্রামে জন্ম নেওয়া কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু গত বছর ১৮ অক্টোবর মারা যান। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি আইয়ুব বাচ্চু স্মৃতি সংরক্ষণ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তার অংশ হিসেবে প্রবর্তক মোড়ে সিটি করপোরেশনের উদ্যোগে এই ‘রুপালি গিটার’ বসানোর কাজ শুরু হয়।

সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইয়ুব বাচ্চুর রুপালি গিটারের আদলে একটি প্রতিকৃতি বসানোর কাজ চলছে। কাজটি করছে অডিও ইনক নামে একটি প্রতিষ্ঠান। গিটারের ভাস্কর কে, সে সম্পর্কে এখনো কিছু জানি না। তারা যখন আমাদের কাজটি বুঝিয়ে দেবেন, তখন বলতে পারব।’

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেন, ‘আইয়ুব বাচ্চু আমাদের সম্পদ। আমাদের গর্ব। তাঁর স্মৃতি সংরক্ষণ আমাদের দায়িত্ব। মেয়র এই উদ্যোগ নিয়েছেন। প্রবর্তক এলাকার সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। তারই অংশ আইয়ুব বাচ্চুর গিটার। এর মধ্য দিয়ে আগামী প্রজন্ম আইয়ুব বাচ্চুকে মনে রাখবে। পাশাপাশি বেঁচে থাকবে তাঁর গান।’ গিয়াস উদ্দিন আরও জানান, ভবিষ্যতে প্রবর্তক এলাকায় গানের অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য আইয়ুব বাচ্চুর খুব জনপ্রিয় গান ‘এই রুপালি গিটার ফেলে চলে যাবে দূরে, বহু দূরে’। গিটারের জাদুতে এই শিল্পী সবার মন জয় করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here