লুকিয়েও পুড়ে ছাই শরীয়তপুরের দুই বোন

0
339

খবর ৭১:শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুর্গমচর কাঁচিকাট ইউনিয়নে আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে কাঁচিকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন মাফিয়া (৬) ও আসমা (৮) শিবসন এলাকার বাসিন্দা মনির সরকারের মেয়ে। মাফিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি এবং আসমা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ইউপি সদস্য নজির খান জানান, রোববার বিকালে মনির সরকারের রান্নাঘরে আগুন লাগে। এ সময় তার দুই মেয়ে আগুনের ভয়ে বসতঘরে লুকিয়ে থাকে। ওই ঘরেও আগুন ছড়িয়ে পড়লে তারা বের হতে না পারায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। আগুন নেভানোর পর তাদের দুজনের অঙ্গার হয়ে যাওয়া লাশ উদ্ধার করে এলাকাবাসী।

মনির সরকারের ৩ মেয়ের মধ্যে আসমা মেঝো এবং মাফিয়া ছোট ছিল। একই ঘটনায় মনির সরকারের ভাই নুরালি সরকার, বিল্লাল সরকার ও প্রতিবেশী হাকিম বেপারির ঘরবাড়ি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা কাউসার মোল্যা বলেন, রোববার বিকালে আগুন লেগে মনির সরকারের দুই মেয়ে মাফিয়া ও আসমা নিহত হয়েছে। এ সময় চারটি পরিবারের নগদ টাকা ও ঘরবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে যায়। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হচ্ছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here