লাশ আর মানুষ যেখানে পাশাপাশি

0
306

খবর ৭১: লাশ আর রোগী পাশাপাশি অবস্থান করছে। ভয়াবহ এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ার পালু এলাকায়। সেখান থেকে সরেজমিন এসব কথা জানিয়েছেন বিবিসির সাংবাদিক রেবেকা হেনচকে। তিনি লিখেছেন, পালুর মামবরো স্বাস্থ্য ক্লিনিকের বাইরে অন্ধকারে একটি স্ট্রেচারে শুয়ে আছে ৫ বছর বয়সী একটি বালিকা। তার একটি পা ভেঙে গেছে। সেখানকার ডাক্তার সাসোনা বলেছেন, ওই শিশুটি একা। তার সঙ্গে আর কেই নেই। তার পরিবারের অন্য সদস্যরা কোথায় তা কেউ জানে না।
এমন কি শিশুটি কোথায় বসবাস করতো তাও সে বলতে পারছে না। শিশুটির কাছ থেকে মাত্র কয়েক মিটার দূরে ব্যাগের সারি। না, কোনো খালি ব্যাগ নয়। তাতে ভর্তি লাশ। লাশ শুইয়ে রাখা হয়েছে লাইন দিয়ে। তাতে পচন ধরেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিক। ডাক্তার সাসোনো বলেছেন, এসব মৃতদেহ থেকে যাতে রোগ ছড়িয়ে না পড়তে পারে সেজন্য এগুলো গণকবর দেয়া হবে। তার ভাষায়, আমরা অপেক্ষা করছিলাম নিহতদের   স্বজনরা       লাশের খোঁজে আসবেন। কিন্তু আর তাদের জন্য অপেক্ষা করতে পারছি না। পচন ধরেছে। ফল লাশগুলো দাফন করতে হবে।

পালু শহরটি উপকূলীয়। সেখানে সমুদ্র সৈকত বরাবর জেলেপল্লী। গ্রামের পর গ্রাম দাঁড়িয়ে ছিল। এখন সেখানে কিছুই নেই। বিরানভূমিতে পরিণত হয়েছে। গাড়ি, বোট সহ মানুষের যার যা ছিল তার সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। তারই মাঝখানে যা কিছু তাঁবু তাতে বসবাস করছেন বেঁচে থাকা মানুষগুলো। তাদের মাথার ওপরে কোনো ছাদ নেই। আছে খোলা আকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here