রুট পারমিটহীন বাস-মিনিবাস বন্ধে শুরু হচ্ছে অভিযান

0
262

খবর৭১ঃ রুম পারমিট ছাড়া রাজধানীতে চলাচলকারী বাস ও মিনিমাস বন্ধে এক মাসের অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামীকাল রবিবার থেকে শুরু হওয়া অভিযান চলবে ২ নভেম্বর পর্যন্ত।

শনিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ সিটি জানিয়েছে, ঢাকা মহানগরীতে শৃঙ্খলা আনতে ও যানজট নিরসনে এই অভিযান চালানো হবে। বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটির ১৭তম সভায় এই সিদ্ধান্ত হয়। ডিএসসিসি, ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও যৌথ অভিযানের মাধ্যমে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধ করা হবে বলে জানায় ডিএসসিসি।

এই কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

মাসব্যাপী এই অভিযানের জন্য প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েন চেয়ে বৃহস্পতিবার দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here